উড়িষ্যার বারিপোদায় চলছিল অরুণ রায় পরিচালিত নতুন ছবি ‘বাঘাযতীন’-এর শুটিং। আর সেই শুটিং করতে গিয়েই এবার আহত অভিনেতা-সাংসদ দেব। জানা গিয়েছে, ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই ঘটেছে বিপত্তি।
বুধবার দোলের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন দেব। যে ছবিতে গোটা টিমের মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে তিনি। মুখে একগাল হাসি। কিন্তু তাঁর বাঁ দিকের চোখে সাদা তুলো দিয়ে ব্যান্ডেজ জড়ানো। সেই ছবি দেখেই চিন্তিত হয়ে পড়েন অভিনেতার অনুরাগীরা। তবে নিজের এই চোট নিয়ে কিছুই জানাননি দেব৷। শুটিংয়ের সেটে কোনও চোট পেয়েছেন, না কি অন্য কোনও ভাবে আঘাত পেয়েছেন, তা খোলসা করেননি।
সম্প্রতি হায়দ্রাবাদে ‘প্রজেক্ট কে’র শুটিং করতে গিয়ে চোট লাগে অমিতাভ বচ্চনের। তড়িঘড়ি মুম্বই নিয়ে এসে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। শোনা যাচ্ছে, স্টান্টম্যান থাকা সত্ত্বেও নিজেই সব দৃশ্যের শুট করতে ভালবাসেন অমিতাভ। এবং তাতেই ঘটে বিপত্তি। দেবের ক্ষেত্রে তেমনই কিছু হয়েছে কি না, এখনও জানা যায়নি।