রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কো। ইউনেস্কোর অধীনে থাকা ইনস্টিটিউট ফর লাইফ লং-লার্নিং রাজ্যের প্রাথমিক শিক্ষা, বুনিয়াদি শিক্ষার সঙ্গে যুক্ত হতে চায়। এ ব্যাপারে ইউনেস্কোর ওই সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে।
নবান্ন সূত্রের খবর, শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকদের এই বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে ইউনেস্কোর সঙ্গে শীঘ্রই আলোচনায় বসছে রাজ্য সরকার।
ইউনেস্কোর অধীনে থাকা এই সংস্থা মূলত বিভিন্ন দেশে শিক্ষার প্রসারে কাজ করে থাকে। রাজ্যে সাম্প্রতিক শিক্ষা ব্যবস্থায় একাধিক সামাজিক প্রকল্প দেশ-বিদেশে বিশেষ সমাদৃত হয়েছে বলে নবান্নের দাবি।
নবান্নের এক শীর্ষ কর্তা বলেন,ইউনেস্কোর অধীনে থাকা ওই সংস্থার রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায়। এটা খুবই ভালো কথা।