কখনও গুজরাতের বন্দর থেকে প্রায় সাড়ে চোদ্দ’শ কোটি টাকার মাদক, তো কখনও ৯০ কেজি হেরোইন। বারবারই মোদী রাজ্য দিয়ে হেরোইন পাচারের চেষ্টা হয়েছে। মুন্দ্রা, কান্ডলার মতো গুজরাতের বন্দরগুলি থেকে একাধিক বার বিপুল পরিমাণ ড্রাগ আটক হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজের রাজ্য গুজরাত ‘গেটওয়ে অব ড্রাগস’ হয়ে উঠছে কি না, তা নিয়ে আগেই প্রশ্ন উঠে গিয়েছিল। এবার গুজরাতের ওখা উপকূলের অদূরে আরব সাগরে ইরানের একটি নৌকা থেকে ৬১ কেজি মাদক উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। আন্তর্জাতিক বাজারে যার দর ৪২৫ কোটি টাকা বলে দাবি। উপকূলরক্ষী বাহিনীর তরফে এ খবর জানানো হয়েছে। বোটের ৫ কর্মীকে গ্রেফতার করেছেন উপকূলরক্ষীরা।
প্রসঙ্গত, গুজরাতের জঙ্গিদমন শাখার থেকে গোপন সূত্রে খবর পেয়ে তাদের সঙ্গে যৌথ অভিযানে নেমেছিল উপকূলরক্ষী বাহিনী। সোমবার আরব সাগরের ওখা উপকূলের অদূরে আইসিজিএস মীরাবেন এবং আইসিজিএস অভীক নামে দু’টি দ্রুতগতির নৌকা মজুত রেখেছিল তারা। সোমবার রাতের গভীরে ওখা উপকূল থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে একটি নৌকাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। উপকূলরক্ষীদের নৌকাগুলি সেটির পিছু ধাওয়া করে। তাদের বোটগুলি এড়ানোর চেষ্টা করতে থাকে ওই নৌকাটি। তবে ওই বোটটিকে ধরে ফেলেন তাঁরা। এর পর সেটিতে তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে ৬১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। নৌকার ৫ কর্মীকে গ্রেফতার করে ওখায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী।