বছর ঘুরলেই দেশজুড়ে লোকসভা নির্বাচন। ২০২৪ সালের এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই তুঙ্গে রাজনীতির পারদ। এরই মাঝে কলকাতায় আসছেন বিজেপির অন্যতম প্রধান বিরোধী তথা উত্তরপ্রদেশের বিজেপির প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। কলকাতায় হবে সমাজবাদী পার্টির জাতীয় কার্যনির্বাহী সভাও। চলতি বছরের শেষের দিকে তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচন এবং পরের বছর লোকসভা নির্বাচনের জন্য দলের নীতি ও কৌশল নিয়ে আলোচনা করতে সমাজবাদী পার্টি ১৮ই মার্চ থেকে কলকাতায় দুই দিনের জাতীয় কার্যনির্বাহী সভা করবে বলেই দলের সহ-সভাপতি কিরণময় নন্দ জানিয়েছেন।
উল্লেখ্য, ১১ বছর পর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে সমাজবাদী পার্টির জাতীয় কার্যনির্বাহী সভা। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা, প্রয়াত মুলায়ম সিং যাদব পূর্ব মেট্রোপলিসের সভায় সভাপতিত্ব করতে কলকাতায় এসেছিলেন। “আমাদের দলের সভাপতি অখিলেশ যাদবজি ১৭ই মার্চ কলকাতায় আসবেন এবং এখানে কর্মীদের সাথে বৈঠক করবেন। ১৮ই মার্চ থেকে আমাদের দুদিনের জাতীয় কার্যনির্বাহী অনুষ্ঠিত হবে। আমরা এই বছরের শেষের দিকে ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশের আসন্ন নির্বাচন এবং তারপরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য দলের কৌশল নিয়ে আলোচনা করব”, জানিয়েছেন দলের জাতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ।