দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় খবর রটে যায়, তামিলনাড়ুতে কাজ করতে যাওয়া বিহারি শ্রমিকদের আক্রমণ করা হচ্ছে। হিন্দি বললেই মেরে ফেলা হচ্ছে তাঁদের। এই গুজব ছড়ানোর অভিযোগে এবার বিজেপি নেতা কে আন্নামালাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।
বিজেপি নেতা কে আন্নামালাই সে রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে পার্টিকে দায়ী করার একদিন পরে, পুলিশ তার বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া এবং গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচারের অভিযোগে মামলা দায়ের করেছে। তামিলনাড়ুর পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনায় বিহারের বিজেপির টুইটার অ্যাকাউন্ট পরিচালকের বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার তামিলনাড়ুর বিজেপি নেতা আন্নামালাই পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে তিনি দাবি করেন, পরিযায়ী শ্রমিকরা তামিলনাড়ুতে নিরাপদ, কিন্তু মুখ্যমন্ত্রী স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে এবং এর জোটসঙ্গী দলের নেতারা পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে ঘৃণার কারণ।