ফের সমস্যার কবলে পড়তে চলেছেন ট্রেনযাত্রীরা। দোলের দিনে দেখা দিল চরম দুর্ভোগ। ইঞ্জিনের প্যান্টোগ্রাফ বিকল হয়ে যাওয়ায় যাত্রাপথে থমকে গেল আসানসোল-টাটানগর প্যাসেঞ্জার। আসানসোল থেকে বার্নপুর স্টেশনের দিকে যাওয়ার পথে মাঝখানে পড়ে কোর্ট বাজার রেলগেটের লেভেল ক্রসিং। সেখানে এক ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিল ট্রেনটি।
প্রসঙ্গত, রেলগেট বন্ধ থাকায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পরেননি স্থানীয়রাও। খবর পেয়ে ঘটনাস্থলে আরপিএফ পৌঁছয়। নতুন ইঞ্জিন লাগানোর পর ট্রেনটি টাটানগরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায় যাত্রীদের।