এবার ফের বিদেশের মাটিতে দাঁড়িয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করলেন রাহুল গান্ধী। লন্ডনে ব্রিটিশ সাংসদ-বিধায়কদের মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেস নেতা অভিযোগ করলেন, বিরোধীদের কণ্ঠরোধ করা হয় ভারতীয় সংসদে। একইসঙ্গে আরএসএসকে ফ্যাসিস্ট তকমা দিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসে গণতন্ত্রকেই ছুড়ে ফেলে দিয়েছে আরএসএস। ভারতীয় প্রতিষ্ঠানগুলির ক্ষমতা পুরোপুরি দখল করে নিয়েছে তারা। দেশের গণতান্ত্রিক লড়াইয়ের প্রকৃতিই পালটে দিয়েছে।’
সোমবার রাতে লন্ডনের চ্যাথাম হাউজে ব্রিটিশ সাংসদ-বিধায়কদের সঙ্গে আলোচনাসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী দেখেন তাঁর মাইক খারাপ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি নিছক মজার ছলে বলেন, ‘এই পরিস্থিতির সঙ্গে ভারতীয় সংসদের অমিল রয়েছে। তবে সেখানে মাইক খারাপ হয় না। বিতর্ক চলাকালীন বিরোধীদের কণ্ঠরোধ করতে মাইক বন্ধ করে দেওয়া হয়।’
ব্রিটিশ এমপি বীরেন্দ্র শর্মার আমন্ত্রণে হাউস অব কমন্সের ব্রিটিশ এমপি-দের একাংশের সঙ্গে কথা বলেন রাহুল। তিনি বলেন, ‘নোটবন্দি, জিএসটি, চীনা আগ্রাসনের মতো বিষয় নিয়ে সংসদে আলোচনাই করতে দেওয়া হয়নি ভারতীয় সংসদে। আমার সংসদের বিতর্কের কথা মনে আছে। আমি কথা বলার সময় বহুবার বন্ধ করে দেওয়া হয়েছে মাইক্রোফোন। কিন্তু, এখন আমরা সংসদের বদলে অন্য মঞ্চে বিতর্কের জন্য প্রশ্ন তৈরি করি। পরিস্থিতি বদলাচ্ছে। সংসদের বাইরে দাঁড়ানোর জন্যও আমাদের গ্রেফতার করা হয়েছে। তবে আমাদের লড়াই চলবে।’