আপের অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং এনসিপি-র শরদ পাওয়ারের মতো বিরোধী নেতারা রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। আবগারি নীতির মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার গ্রেফতারের বিষয়ে চিঠি লিখেছেন তাঁরা। চিঠিতে স্বাক্ষর করেছেন উদ্ধব ঠাকরে, কেসিআর, ভগবন্ত মান, তেজস্বী যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফারুখ আবদুল্লাহ। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে বলা হয়েছে যে সিসোদিয়ার গ্রেফতারের ঘটনা একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারতের জন্য শুভ নয়।
আবগারি নীতি মামলায় দিল্লির প্রাক্তন ডেপুটি সিএম মনীশ সিসোদিয়ার গ্রেফতারের বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল সহ নয় বিরোধী নেতা প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছেন। তারা বলেছেন যে এই পদক্ষেপটি ইঙ্গিত করে যে ‘আমরা গণতন্ত্র থেকে স্বৈরাচারে রূপান্তর হয়েছি’।
সিসোদিয়ার গ্রেফতারকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করে চিঠিতে লেখা হয়েছে, ‘সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি রাজনৈতিক ষড়যন্ত্রের ছদ্মবেশ। তার গ্রেফতার সারা দেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। মনীশ সিসোদিয়া দিল্লির স্কুল শিক্ষার পরিবর্তনের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত। তার গ্রেফতার বিশ্বব্যাপী একটি রাজনৈতিক শিকারের উদাহরণ হিসাবে উদ্ধৃত হবে এবং নিশ্চিত করবে যা বিশ্ব সন্দেহ করছিল, অর্থাৎ বিজেপি শাসনের অধীনে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ হুমকির মুখে পড়েছে’।