আবার গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ১৫ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তার গ্রামেরই ৫ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি আলিগড় এলাকার। রবিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
নাবালিকার অভিযোগ শোনার পরই স্বাস্থ্যপরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তদের পাকড়াও করতে বিশেষ দল তৈরি করা হয়েছে।
গত ৩ মার্চ উত্তরপ্রদেশের আরেক প্রান্ত বালিয়া জেলাতেও ১৪ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের উঠেছে ৩ যুবকের বিরুদ্ধে। মামাবাড়ি থেকে বাড়ি ফিরছিল নাবালিকা। সেই সময়ই তার পথ আটকান ৩ যুবক। এই ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই আলিগড়ে আরও একটি গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এল।