দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় খবর রটে যায়, তামিলনাড়ুতে কাজ করতে যাওয়া বিহারি শ্রমিকদের আক্রমণ করা হচ্ছে। হিন্দি বললেই মেরে ফেলা হচ্ছে তাঁদের। এই খবর ছড়ানোর অভিযোগে আগেজ এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের অবস্থা খতিয়ে দেখতে বিশেষ দলও পাঠাচ্ছে বিহার সরকার। এরই মধ্যে মুখ খুলে এবার তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ করা উচিত বলে দাবি করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তেজস্বী জানিয়েছেন, ‘এই বিষয়টি নিয়ে বিহার সরকার যথেষ্ট উদ্বিগ্ন। তাই আমরা তামিলনাড়ুতে দল পাঠিয়েছি। পরিযায়ী শ্রমিকদের ওপর কোনওরকমের অন্যায় সহ্য করবে না বিহার ও তামিলনাড়ু সরকার। কিন্তু এই বিষয়ে কেন্দ্রের কোনও উদ্যোগ দেখতে পাচ্ছেন? দুই রাজ্যের মধ্যে এই সমস্যা মেটাতে সদর্থক পদক্ষেপ করতে হবে কেন্দ্রীয় সরকারকে।’ তিনি আরও বলেন, ‘তামিলনাড়ুতে ইতিমধ্যেই একাধিক জায়গায় শ্রমিকদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। ভিন রাজ্যে আদৌ শ্রমিকরা সুরক্ষিত রয়েছেন কিনা, তা খতিয়ে দেখতে বিশেষ দল পাঠিয়েছে বিহার সরকার।’