ইউটিউব ভিডিয়ো দেখে রপ্ত করেছিলেন সেই বিদ্যা। আর তারপর নিজের বাড়িতেই জাল নোট বানানোর ব্যবসা ফেঁদে বসেছিলেন এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি তাঁর বাড়িতে তল্লাশি চালান পুলিশের আধিকারিকরা। এরপরেই ছাপার মেশিন এবং জাল নোট সহ অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করা হল।
অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁওয়ের কুসুম্বা গ্রামে। পুলিশের কাছে খবর ছিল, গ্রামের এক বাসিন্দা বাড়িতেই জাল নোট ছাপাচ্ছে। এরপর বৃহস্পতিবার অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। নোট ছাপানোর সময় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন তদন্তকারীরা।
তাঁরা জানিয়েছেন, অভিযুক্ত ইউটিউব ভিডিও দেখে শিখেছিল কীভাবে জাল নোট ছাপাতে হয়। এরপর নিজের বাড়িতেই নোট ছাপানোর জন্য প্রিন্টিং ইউনিট খুলে বসে সে। আরও জানা গেছে, ৫০ হাজার টাকার বিনিময়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট দিত অভিযুক্ত।
যুবককে গ্রেফতার করার পর পুলিশের অনুমান, অভিযুক্ত একা নয়, এই কাজের সঙ্গে আরও লোকজন যুক্ত রয়েছে। যদিও এখনও পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। অভিযুক্তের বিরুদ্ধে ৪৮৯এ সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাকে আদালতে পেশ করা হলে বিচারক আগামী ৯ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।