সুইজারল্যান্ডের এক মহিলা পর্যটককে তেজস এক্সপ্রেসের ভিতরে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক কনস্টেবলের বিরুদ্ধে। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। লখনউ থেকে দিল্লি যাচ্ছিল ট্রেনটি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ওই মহিলা রেল পুলিশের কাছে জিতেন্দ্র সিং নামের আরপিএফের এক কনস্টেবলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, ট্রেনে যাত্রীদের নিরাপত্তা রক্ষিত হচ্ছে কিনা তা দেখাই ছিল জিতেন্দ্র দায়িত্ব। কিন্তু তাঁর বিরুদ্ধেই উঠল এমন অভিযোগ।
জানা যাচ্ছে, ওই সুইশ মহিলা তাঁর প্রেমিকের সঙ্গে আগরতলা যাচ্ছিলেন। ট্রেন যখন কানপুরে সেই সময় কনস্টেবলটির সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই মহিলার প্রেমিককে মারধরের অভিযোগও রয়েছে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগকারিণী জানিয়েছেন, তাঁর দিকে অশ্লীল ভাবে তাকাচ্ছিলেন অভিযুক্ত। এরপর তাঁর সঙ্গে অশালীন ভাষায় কথাও বলতে থাকেন তিনি। পরে তাঁকে চুমু খাওয়ার চেষ্টাও করেন বলে অভিযোগ সুইস মহিলার।