শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আগামী সপ্তাহে মঙ্গলবার দোল, বুধবার হোলি। কিন্তু প্রিয় নেতাকে কাছে পেয়ে এদিন থেকেই কার্যত দোল উৎসবের সূচনা করে দেন বিজেপি নেতা-কর্মীরা। দিলীপ ঘোষের কপালে আবির লাগানোর পাশাপাশি চলে আলাপাচারিতা। হালকা মেজাজে উপভোগ করেন দিলীপও।
চায়ের কাপে চুমক দিয়ে কর্মী সমর্থকদরে সঙ্গে নির্ভেজাল আড্ডা উপভোগই করছিলেন খড়গপুরের সাংসদ। কর্মীদের উদ্দেশে দিলীপকে বলে শোনা যায়, ‘আর কতো রং দেবে’! সেখানেই হঠাৎ এক মহিলা বিজেপি সমর্থক দিলীপের কপালে আবির লাগিয়ে দেন। কপাল থেকে আবির তাঁর গায়ে পড়তেই খানিক বিরক্ত হন দিলীপ। তিনি বলেন, ‘ধ্যাত! দেখেছেন জামাকাপড় নষ্ট হয়ে যাচ্ছে’।
এরপরই ওই মহিলা বিজেপি কর্মীর ওড়না টেনে নিয়ে কপাল আবির মুছতে দিলীপ বলেন, ‘আর রং দিও না, ডাক্তারের ক্লিনিকে যাব’। বিজেপি কর্মীদেরকে আশীর্বাদও করেছেন দিলীপ। এমনকী সবাইকে চা-মিষ্টি খাওয়ানোর কথা বলেছেন।