এবার যোগী রাজ্যে নীতি পুলিশির শিকার হলেন প্রাপ্তবয়স্ক এক যুগল! জানা গিয়েছে, উত্তরপ্রদেশের নয়ডার এক পার্কে বসেছিলেন তরুণ-তরুণী। সেই সময় আচমকাই একদল লোক এসে হামলা চালায় তাঁদের উপর!
ঘটনার ভিডিয়ো, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। ৪৬ সেকেন্ডের ওই ভিডিওয় দেখা গেছে, বছর কুড়ির এক যুবক তাঁর বান্ধবীর সঙ্গে নয়ডার রাগিণী পার্কে বসে গল্প করছেন। কোনও রকম ঘনিষ্ঠতা বা অশালীন আচরণ করতে দেখা যায়নি তাঁদের। হঠাৎই কোথা থেকে একদল ছেলে এসে প্রশ্ন করতে শুরু করল তাঁদের। সঙ্গে সঙ্গেই শুরু হল নানা হেনস্থাও।
স্পষ্ট দেখা যায়, ছেলেটির ওপর চিৎকার করছে আক্রমণকারীরা এবং বারবার চড়ও মারছে। গত সোমবারের এই ভিডিওটি ইন্টারনেটে দেখতে পেয়ে পুলিশ পদক্ষেপ করে। আক্রমণকারীদের সন্ধানে তল্লাশি শুরু হয়। এর পরে মঙ্গলবার পার্কের পাশেই একটি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত রাজ সিং এবং রমেশ ভার্মাকে। বাকিদেরও খোঁজার চেষ্টা করছে পুলিশ।