সাধারণত দেখা যায়, উপ নির্বাচনে ক্ষমতাসীন দল সচরাচর হারে না। কিন্তু এবার মহারাষ্ট্রের কসবা পেঠ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপিকে গোহারা হারিয়ে দিল কংগ্রেস। যেখানেএই রাজ্যে ক্ষমতায় বিজেপি ও শিবসেনা থেকে ভেঙে আসা একনাথ শিন্ডের শিবির। এর ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে তাদের।
কদিন আগে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, শিবসেনার প্রতীক ‘তীর ধনুক’ উদ্ধব ঠাকরেরা পাবেন না। তাতে বলিয়ান হয়েছে একনাথ শিন্ডে গোষ্ঠী। সেই সঙ্গে কেন্দ্রে-রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এহেন অবস্থায় মহারাষ্ট্রের দুটি বিধানসভা আসনে উপ নির্বাচন ছিল। ছিনছ্বর ও কসবা পেঠ। এই দু’টি আসনই ছিল বিজেপির দখলে।
১৩ রাউন্ড গণনার শেষে দেখা যাচ্ছে, ছিনছ্বর আসনে বিজেপি ৮ হাজার ভোটে এগিয়ে থাকলেও কসবা পেঠে হেরে গিয়েছে। সেখানে এনসিপি, উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং কংগ্রেসের মহাজোটের প্রার্থী রবীন্দ্র দাঙ্গেকর হাত চিহ্নে দাঁড়িয়েছিলেন। তিনি হারিয়ে দিয়েছেন বিজেপির হেমন্ত রাসানেকে। অনেকের মতে, এটা একটা লিটমাস পরীক্ষাও হয়ে গেল। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে মহাজোট অব্যহত থাকলে বিজেপি-একনাথ শিন্ডেদের লড়াই কেক-ওয়াক নাও হতে পারে।