বাংলায় শিল্পের উন্নয়নের জন্য নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। অটোমেটিভ ক্ষেত্রে নতুন উৎকর্ষ কেন্দ্র স্থাপনের চুক্তি সাক্ষরিত হল। অটোমোবাইল সেক্টরে দক্ষ কর্মীর জোগান বাড়াতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার কারিগরি ভবনে এই নতুন চুক্তি সাক্ষরিত হয়। কারিগরি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন, দফতরের প্রধান সচিব অনুপ আগরওয়াল ও অশোক লে ল্যান্ডের আঞ্চলিক ম্যানেজার সুমিত কাপুরের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর হয়।
গড়িয়াহাটে আইটিআইয়ের খালি জমি তৈরি হবে এই উৎকর্ষ কেন্দ্র। রাজ্যে কর্মসংস্থান বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। অশোক লে ল্যান্ড, গড়িয়াহাটের আইটিআইয়ের সঙ্গে হাত মিলিয়ে এই নতুন উদ্যোগ বাস্তবায়ন করার কথা ভাবা হচ্ছে।
অটোমোবাইল সেক্টরে প্রশিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। জানা যাচ্ছে, প্রযুক্তিগত সাহায্যে ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাংলায় এক বৃহৎ কর্মসংস্থান তৈরির ভাবনা রয়েছে মমতা সরকারের।