রাজ্যে অ্যাডিনো আতঙ্ক মাথাচাড়া দিতেই এবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, এখনও পর্যন্ত রাজ্যে অ্যাডিনোর বলি ২ শিশু।
বৃহস্পতিবার দুপুরে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, এখনও পর্যন্ত জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভরতি থাকা ১২ টি শিশুর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের শরীরে অ্যাডিনোর অস্বিত্ব মিলেছে। বাকি ১০ শিশুর কো-মর্বিডিটি ছিল। যার জেরে মৃত্যু বলেই দাবি।
পাশাপাশি রাজ্যবাসীকে অযথা আতঙ্ক না করে সাবধান থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজন ছাড়া সদ্যোজাত থেকে ২ বছর বয়সী বাচ্ছাদের ঘর থেকে বের না করার পরামর্শও দেন। জানান, রাজ্য প্রস্তুত রয়েছে। ৫০০০ বেড ও ৬০০ শিশু চিকিৎসক তৈরি রয়েছেন। ফলত পরিস্থিতি জটিল হলেও রাজ্য তা মোকাবিলা করতে পারবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।