এবার কেন্দ্রের কাছে রেশনের অতিরিক্ত বরাদ্দ দাবি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রসঙ্গত, খাদ্য সুরক্ষা আইনে বাংলার প্রায় ৬ কোটি মানুষকে কেন্দ্রীয় সরকার রেশন দিয়ে থাকে। এই ৬ কোটি মানুষের জন্য পুষ্টিগুণসম্পন্ন চাল সরবরাহ করে কেন্দ্র। কিন্তু রাজ্য সরকার তার বাইরেও প্রায় ৩ কোটি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করে। এই ৩ কোটি মানুষকে পুষ্টিগুণসম্পন্ন চাল দিতে আজ কেন্দ্রের কাছে প্রতি বছর ১২৫ কোটি টাকা বরাদ্দ করার দাবি তুলল রাজ্য। বুধবার দিল্লীতে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই দাবি তুলেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
উল্লেখ্য, এতদিন খাদ্য সুরক্ষা আইনে সস্তায় চাল-গম বিতরণ করা হত। কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের আগে চলতি বছর পুরোপুরি বিনামূল্যেই রেশনে চাল-গম দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এখন কেন্দ্র জোয়ার-বাজরা-রাগির মতো মিলেট খাদ্যশস্যেও জোর দিচ্ছে। আজকের বৈঠকে রাজ্যগুলিকে মিলেট কিনে তা সরকারি প্রকল্পে বিতরণ করার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে।
