সম্প্রতি বেলুন কাণ্ড নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে। তবে শুধু আমেরিকা-কানাডা-লাতিন আমেরিকা নয়। সেই রহস্যজনক বেলুনের দেখা মিলছে ভারতের আকাশেও! আন্দামানের পরে এবার হিমাচল প্রদেশ। মঙ্গলবার হিমাচল প্রদেশের শিমলার কুমারসাইন এলাকায় একটি সন্দেহজনক বেলুন উড়তে দেখা যায়। পরে, মালেন্দি গ্রাম পঞ্চায়েতের প্রেমনগর গ্রামে একটি আপেল বাগান থেকে সেই বেলুনটি উদ্ধার হয়। দেখতে সবুজ প্লেনের মতো সেই বেলুনটির গায়ে পাকিস্তানের পতাকা আঁকা ছিল।
প্রেমনগর গ্রামের এক বাসিন্দার আপেল বাগানে সেই বেলুনটিকে দেখতে পাওয়া যায়। প্রেমচাঁদ পুলিশকে জানান, তাঁর বাচ্চারা বাগানে একটি সবুজ প্লেনের মতো দেখতে জিনিস নিয়ে খেলছিল। তিনি গিয়ে দেখেন সেটি একটি বেলুন। আর বেলুনটির গায়ে পাকিস্তানের পতাকা আঁকা রয়েছে। ব্যাপারটা আন্দাজ করে তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বেলুনটি পাকিস্তানের। তবে, ওই বেলুনটি কোথা থেকে, কী ভাবে এল, সব খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, পাকিস্তান থেকে সেটি পাঠানো হয়েছিল। বেলুনটি কোনওভাবে ফেটে যায় ও মাটিতে গিয়ে পড়ে।
প্রসঙ্গত, আমেরিকার আকাশে চীনা গুপ্তচর বেলুন দেখতে পাওয়ার পর থেকেই এই বিষয়টি নিয়ে চর্চা চলছে। নজরদারি চালানোর শতাব্দী প্রাচীন এই অস্ত্রের কথা অজানা নয়। হিলিয়াম গ্যাসে ভরা বেলুন যা চলে সৌরশক্তিতে। খুব কায়দা করে বেলুনে সৌর প্যানেল জুড়ে দেওয়া হয় যা বেলুনকে ওড়ার শক্তি জোগায়। আবহাওয়ার গতিপ্রকৃতি জানতে একটা সময় বেলুনকে কাজে লাগাতেন আবহাওয়াবিজ্ঞানীরা, এখন সেই বেলুনই কাজে লাগান হচ্ছে চরবৃত্তির জন্য।