নিশীথ কাণ্ডের ভিডিও ফুটেজ দেখে রাজ্যপালের কাছে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। বুধবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
অভিজিৎ জানান, গত ২৫ ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছিল তৃণমূল। বুধবার সেই দিনের ঘটনায় ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছেন তাঁরা। জানান, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে ওই ভিডিও রাজ্যপালের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠকে ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণেরা। তৃণমূলের অভিযোগ, সেই দিনের ঘটনায় নিশীথের কনভয়ের সঙ্গে সঙ্গে এসেছিল দুষ্কৃতীরা। এবং তারা বিজেপিআশ্রিত। মুখে কাপড় বেঁধে হাতে আগ্নেয়াস্ত্র এবং হকিস্টিক নিয়ে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা। সে সব ‘প্রমাণ’ রাজ্যপালের কাছে পাঠানো হবে।
অভিজিৎ বলেন, ‘সে দিনের ঘটনার ভিডিও আমরা রাজ্যপালের কাছে তুলে ধরব। তাঁকে অনুরোধ করব তিনি যেন এই ভিডিও দেখেন এবং বিজেপির দৃষ্টিভঙ্গী বাদ দিয়ে খোলা চোখে দেখেন।’