গত বছরের মে মাসে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন কেজরিওয়াল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সত্যেন্দ্র জৈন। গত রবিবার গ্রেফতার হয়েছেন দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দুজনেই পদত্যাগের কথা জানিয়েছেন। এর ফলে মন্ত্রীসভায় দুটি পদ শূন্য। এর মধ্যে সিসোদিয়ার হাতে ছিল ১৮ টি বিভাগের দায়িত্ব। তাই মন্ত্রিসভার কাজে চাপ সামলাতে আপের দুই বিধায়কের নাম মন্ত্রী হিসেবে দিল্লীর উপরাজ্যপালের কাছে সুপারিশ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লীর মুখ্যমন্ত্রী যে দুই নাম উপ রাজ্যপালের কাছে পাছিয়েছেন, তাঁরা হলে সৌরভ ভরদ্বাজ এবং অতিসি। উল্লেখ্য, কেজরিওয়াল সত্যেন্দ্র জৈন এবং মণীশ সিসোদিয়ার দফতরগুলিকে মন্ত্রিসভার অপর দুই সদস্য কৈলাশ গেহলট এবং রাজকুমার আনন্দকে বরাদ্দ করেছিলেন। তবে মন্ত্রিসভায় নতুন মুখ আনা ছিল কেবল সময়ের অপেক্ষা। কারণ আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ নিশ্চিত করেছিলেন, কেজরিওয়াল মন্ত্রিসভা শীঘ্রই সম্প্রসারিত হবে। তিনি আরও বলেছিলেন, দিল্লির মন্ত্রিসভা ছিল ছোট। আর বেশিরভাগ দফতরের ভার ছিল সত্যেন্দ্র জৈন আর মণীশ সিসোদিয়ার ওপরে। সেই কারণে মন্ত্রিসভায় শীঘ্রই নতুন দুই মুখ আনা হবে বলে জানিয়েছিলেন তিনি।