এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ফের তেমনই ঘটালেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
উপাসনা গৃহ থেকে বসন্ত উৎসব প্রসঙ্গে তিনি বললেন, “বসন্ত উৎসবের নামে এখানে বসন্ত তাণ্ডব হত। তাই বন্ধ করে দিয়েছি।” ইতিমধ্যেই এহেন মন্তব্যে তুঙ্গে বিতর্কের ঝড়। কোভিডের কারণে ২০২০ সাল থেকে বন্ধ বসন্ত উৎসব। গতবছর পরিস্থিতি আয়ত্তে এলেও বসন্ত উৎসব হয়নি। এবছরও হচ্ছে না বসন্ত উৎসব। বরং আয়োজন করা হয়েছে বসন্ত বন্দনার। কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এবার তা নিয়ে উপাসনা গৃহে বসে মুখ খুললেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
উপাচার্য জানান, “বসন্ত উৎসবের নামে বসন্ত তাণ্ডব চলে বিশ্বভারতীতে। কিছু বুড়ো খোকারা থাকেন এর পিছনে। তাই তাণ্ডব বন্ধ করেছি। বসন্ত বন্দনা হবে।” পাশাপাশি তাঁর কথায়, “রবীন্দ্রনাথ উৎসব চাননি, তিনি বন্দনা চেয়েছিলেন। আমরা সেটাই করব। তাণ্ডব বন্ধ করে হবে বসন্ত বন্দনা।” এদিন ফের বিশ্বভারতীর একাংশকে অশিক্ষিত ও অর্ধশিক্ষিত বলে কটাক্ষও করেছেন উপাচার্য। যা নিয়ে ক্ষুব্ধ অনেকেই।