করোনা পর্যায়ে পর পর দু’বছর বসন্ত উৎসব স্থগিত হয়ে গিয়েছিল বিশ্বভারতীতে। গত বারও হয়নি বিশ্বভারতীর ঐতিহ্যবাহী সেই উৎসব। এই আবহে চলতি বছরে বসন্ত উৎসব হবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনায় ইতি টেনে দিয়ে সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছেন, এই বারও দোলের দিন হবে না বসন্ত উৎসব। তার বদলে করা হবে ঘরোয়া অনুষ্ঠান।
জানা গিয়েছে, ওই ঘরোয়া অনুষ্ঠানের দিন সকালে শোভাযাত্রা এবং মঞ্চ অনুষ্ঠানে অংশগ্রহণকারী পড়ুয়াদের আগামী মঙ্গল এবং বুধবার সঙ্গীত ভবনে মহড়ায় হাজির থাকার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। কর্তৃপক্ষের এ হেন সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই হতাশ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, প্রাক্তনী, আশ্রমিক থেকে শুরু করে পর্যটকেরাও। কারণ বসন্ত উৎসবকে ঘিরে পর্যটকদের ভিড় দেখা যায় বিশ্বভারতীতে। সেই ছবি দেখা যাবে না এই বারও। সবমিলিয়ে এবারও ছেদ পড়তে চলেছে বিশ্বভারতীর ঐতিহ্যে।
