হাতে আর বেশি সময় নেই। এবছর ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক, চলবে ২৭ মার্চ পর্যন্ত। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে এবার কড়া পদক্ষেপ করল সংসদ। রাজ্যের ২৩৫ পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে তারা।
সেই স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলির প্রবেশ পথে থাকবে মেটাল ডিটেক্টর। শুধু তাই নয়। পরীক্ষাকেন্দ্রে মোবাইলের ব্যবহার রুখতে থাকবে বিশেষ নজরদারি। সংসদের নির্দেশিকায় সাফ জানান হয়েছে, ‘প্রশ্নপত্র বিলির আগে কারও কাছে মোবাইল নয়’। স্রেফ পরীক্ষার্থীরা নয়, পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। এছাড়াও জানা গিয়েছে, প্রতিটি পরীক্ষা কক্ষে থাকবেন ২ জন শিক্ষক। পরীক্ষা কেন্দ্রে পুলিশ আধিকারিকের উপস্থিতিতে খুলতে হবে প্রশ্নপত্র। গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট পরীকাকক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা।
