উপ-নির্বাচনের জন্য একদিনের বিরতির পর মঙ্গলবার থেকে ফের শুরু হয়েছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার জীবন বিজ্ঞান পরীক্ষার দিন পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে ভবানীপুর গার্লস হাইস্কুলে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্ন যাওয়ার আগে বাড়ি থেকে বেরিয়ে সটান ভবানীপুর গার্লসে চলে যান মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁকে সামনে পেয়ে পরীক্ষার্থীরা তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে এবং এই গরমে পরীক্ষার্থীদের কোনও সমস্যা হচ্ছে কিনা, সেই নিয়েও এদিন খোঁজখবর নেন মমতা। মুখ্যমন্ত্রীকে দেখে কয়েকজন তৃণমূল সমর্থক স্লোগান তুলতে থাকেন। তবে সঙ্গে সঙ্গে তাঁদের স্লোগান তুলতে নিষেধ করেন মুখ্যমন্ত্রী।