বিজেপি সাংসদের এক মন্তব্য ঘিরে সম্প্রতি বিতর্ক দানা বেঁধেছে। মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা সম্প্রতি মন্তব্য করেছেন, রাস্তার কুকুরদের আক্রমণ বন্ধ করার একমাত্র উপায় হল কোনওরকম সহানুভূতি না দেখিয়ে তাদের মেরে ফেলা। এই মন্তব্যের জেরেই বিতর্ক শুরু হয়েছে।
মহীশূর সিটি কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে দেখা করার পর মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা বলেন, ‘পশুপ্রেমীদের কারণে আমরা কোনও পদক্ষেপ করতে পারছি না। যখন তাঁদের শিশুদের কুকুর কামড়ে দেয় তখন তাঁরা সমস্যাটা বুঝতে পারেন। পথ কুকুরদের খাওয়ালে কোনও ভাল হবে না। তাঁরা যেমনটা দেখান, সমাজ সেবার মতো অতটাও মহৎ কাজ নয় এটি। এই সমস্যা সমাধান করতে রাস্তার কুকুরদের মেরে ফেলতে হবে’।
প্রসঙ্গত, সম্প্রতি তেলঙ্গানার বিভিন্ন জায়গায় শিশুদের কুকুরের আক্রমণের মুখে পড়তে হয়েছে। কয়েকদিন আগেই হায়দ্রাবাদে এরকমই এক ঘটনার নজির মিলেছে। সেখানে ৫ বছরের শিশুকে ঘিরে ধরে রাস্তার কুকুররা। তাদের আক্রমণে শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই শিশুর। সাংসদ জানিয়েছেন, এই ঘটনার পর মহীশূরেও ভয় দেখা গিয়েছে। তিনি দাবি করেছেন, রাস্তায় পথ কুকুরদের দৌরাত্ম কমাতে হোটেল, রেস্তোরাঁ ও মাংসের দোকানগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। জানানো হয়েছে, যদি হোটেল, রেস্তোরাঁগুলি রাস্তার ধারে বাড়তি খাবার বা মাংস ফেলে রাখে তাহলে কঠোর পদক্ষেপ করা হবে।