এবার মোদী সরকারকে কড়া ভাষায় একহাত নিলেন আপ সাংসদ সঞ্জয় সিং। ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধেই। এবার সঞ্জয় বললেন,
ইডি ও সিবিআই হাতে থাকলে মাত্র দু’ঘণ্টার মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ ও গৌতম আদানিকে গ্রেফতার করিয়ে ফেলতেন। দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির পর বিক্ষোভ দেখানোর কারণে আটক করা হয়েছিল সঞ্জয়কে। সোমবার মুক্তি পেয়েই এহেন বিস্ফোরক দাবি করলেন তিনি। আবগারি মামলায় রবিবার গ্রেফতার হন সিসোদিয়া। তারপরেই আপ কর্মী সমর্থকরা সিবিআই দফতরের সামনে বিক্ষোভ শুরু করেন। সেখানেই আটক করা হয় সঞ্জয়কে। সোমবার মুক্তি পেয়ে তাঁর দাবি, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কালিমালিপ্ত করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে ক্রমাগত হেনস্থা করা হচ্ছে আপ নেতাদের।
প্রসঙ্গত, সঞ্জয় জানান, “দেশের সবচেয়ে জনপ্রিয় শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছেন মোদী। কেজরিওয়ালের নামে কুৎসা করছেন তিনি। যেভাবে সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক। যদিও তাতে কেজরিওয়ালের কোনও অসুবিধা হবে না। মোদির একনায়কতন্ত্র খুব তাড়াতাড়িই শেষ হবে।” পাশাপাশি সঞ্জয়ের দাবি, “ইডি আর সিবিআই যদি আমার সঙ্গে থাকত, তাহলে দু’ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও গৌতম আদানিকে গ্রেপ্তার করিয়ে দিতাম। কারণ তদন্তকারী সংস্থাকে অপব্যবহারের ক্ষমতা থাকলে যা খুশি তাই করা যায়।” আপের অভিযোগ, দেশে জরুরি অবস্থা তৈরি করেছে পদ্মশিবির। দলের ৮০ শতাংশ নেতাকেই বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। ২৪ ঘণ্টার বেশি কাউকে আটকে রাখা যায় কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। নিন্দার ঝড় উঠেছে একাধিক মহল।