কর্তৃপক্ষের চাপে হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আত্মঘাতী হয়েছিলেন দলিত পড়ুয়া রোহিত ভেমুলা। যা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। ক্ষমতায় এলে সেই প্রয়াত ছাত্র নেতা ভেমুলার নামে আইন তৈরি করবে বলে জানাল কংগ্রেস। তারা জানিয়েছে, কেন্দ্রের কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় থাকবে পৃথক ওবিসি বা অন্যান্য অনুন্নত শ্রেণিকল্যাণ মন্ত্রক। এছাড়া ক্ষমতায় এলে কংগ্রেস দেশে পূর্ণাঙ্গ জাতি গণনাও করাবে।
রাজনৈতিক মহল মনে করছে, রায়পুরের মহা সমাবেশে কংগ্রেসের গৃহীত এই তিন সিদ্ধান্তের পিছনে আছে আঞ্চলিক দল এবং পিছিয়ে থাকা সম্প্রদায়কে কাছে টানার চেষ্টা। দরিদ্র পরিবারের সন্তান রোহিত ভেমুলার আত্মহত্যার পিছনে জাতি বিদ্বেষ কাজ করেছিল বলে অভিযোগ ওঠে। উত্তাল হয় দেশ। ক্যাম্পাসে ছুটে যান রাহুল গান্ধী। দেখা করেন রোহিতের মায়ের সঙ্গে। অন্যদিকে, রাহুলের ভারত জেড়ো যাত্রায়ও অংশ নেন রোহিতের মা।
প্রসঙ্গত, জাতিগত বিদ্বেষের কারণে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আত্মহত্যার এখনও ঘটছে। ভেমুলার ঘটনার মতো অনেক ক্ষেত্রেই সরাসরি আঙুল উঠছে গেরুয়া শিবিরের দিকে। কংগ্রেস বলেছে, জাতি বিদ্বেষের কারণে ছাত্র নিপীড়ন, আত্মহত্যার ঘটনা আটকাতে ভেমুলার স্মৃতিতে কঠোর আইন তৈরি করা হবে। অন্যদিকে, দেশে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে এখন ওবিসিদের জন্য ২৭ শতাংশ আসন ও পদ সংরক্ষিত থাকলেও পৃথক ওবিসি মন্ত্রক নেই। কংগ্রেস অন্যান্য অনুন্নত শ্রেণির ভোট রক্ষায় পৃথক ওবিসি মন্ত্রক গঠনের কথা ঘোষণা করেছে রায়পুরের অধিবেশন থেকে।