নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে রবিবার কড়া বিবৃতি এসেছিল রাজভবন থেকে। তারপর শনিবার সকালে তৃণমূলের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয়তে সিভি আনন্দ বোসকে কার্যত তুলোধনা করা হল। জাগোবাংলায় লেখা হয়েছে, বর্তমান রাজ্যপাল প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের পথ অনুসরণ করছেন।
তৃণমূলের মুখপত্রে এও লেখা হয়েছে, নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলার পর রাজ্যপাল একতরফা বিবৃতি দিয়েছেন। রাজ্যপাল যদি এই বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতেন তাহলে অন্তত রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলতেন।
শুধু কি তাই? বিএসএফ-এর অত্যাচার নিয়ে রাজ্যপাল কেন নীরব তা নিয়ে প্রশ্ন তুলে শাসকদলের দৈনিকের সম্পাদকীয়তে লেখা হয়েছে, মনে রাখতে হবে রাজ্যপাল বিজেপির ক্যাডার ছিলেন
দিল্লি সফর থেকে রাজ্যপাল ফেরার পর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করার বিলও সই করেননি। এর মধ্যেই দিনহাটা কাণ্ডে তাঁর কড়া বিবৃতি ধনকড় জমানার স্মৃতিকেই ফিরিয়ে দিচ্ছে বলে মত অনেকের।