কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন সাগরদিঘির তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘আমি নিজে চোখে দেখে এসেছি কেন্দ্রীয় বাহিনী কী করছে। ওরা মহিলাদের উপর অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে।’
সেইসঙ্গে দেবাশিস বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ওরা অনেক ষড়যন্ত্র করছে এখানে তৃণমূলকে হারানোর জন্য। কিন্তু কোনও ষড়যন্ত্রই কাজে আসবে না। ২ মার্চ বিজেপি, কংগ্রেস সেটা টের পেয়ে যাবে।
এদিন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস এবং বিজেপি প্রার্থী দিলীপ সাহাকে দেখা যায় একটি বুথে করমর্দন করছেন। তাঁরা এটিকে সৌজন্য বললেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিরোধীদের আঁতাত। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘বিরোধীদের অশুভ আঁতাত আজ প্রকাশ্যে। সাগরদিঘির মানুষ এর জবাব দেবেন।’
মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণের কারণে উপনির্বাচন হচ্ছে সাগরদিঘিতে। উপনির্বাচন হলেও প্রচার পর্ব থেকে সাগরদিঘির পারদ চড়ছিল। এক কংগ্রেস কর্মীর গ্রেফতার, হাইকোর্টে মামলা করে তাঁর জামিন পাওয়া, ভোটের ৪৮ ঘণ্টা আগে সাগরদিঘি থানার ওসিকে সরিয়ে দেওয়া – সব মিলিয়ে টানটান উত্তেজনা ছিল। ভোটের দিনও অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম সাগরদিঘি।