আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল, অর্থাৎ সোমবার মুর্শিদাবাদে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন। বর্তমানে এই উপনির্বাচনকে ঘিরে প্রবল উত্তেজনা রয়েছে জেলার রাজনৈতিক মহলে। রবিবার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই নির্বাচনকে ঘিরে। এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৪৭ হাজার। রয়েছে ২৪৬টি ভোট গ্রহণ কেন্দ্র। সবকটিই ভোট গ্রহণ কেন্দ্র কেই স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। প্রত্যেক বুথে থাকছে সিআরপিএফ জওয়ান। এছাড়াও সার্ভেল্যান্স টিম, ফ্লাইং স্কোয়াড সহ প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা থাকছে। সব মিলিয়ে আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য বদ্ধপরিকর প্রশাসন ও নির্বাচন কমিশন।
প্রসঙ্গত উল্লেখ্য, সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ওই এলাকায় একাধিক নাকা চেকিং পয়েন্ট গড়ে তোলা হয়েছে রবিবার দুপুর থেকে ওই বিধানসভা কেন্দ্রের ঢোকার এবং বেরোনোর সবকটি পয়েন্টে শুরু হয়েছে তল্লাশি অভিযান। রবিবার রাত ভোর সব কটি ভোটগ্রহণ কেন্দ্রকে ঘিরে নজরদারি প্রক্রিয়া বজায় থাকছে। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে।সাগরদিঘী নির্বাচনকে ঘিরে যাতে কোন অশান্ত পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। বিভিন্ন বুথের পাশাপাশি মুশিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বুথকে ঘিরে সেক্টর এলাকাভিত্তিক মোবাইল নজরদারি ব্যবস্থা করা হয়েছে। সোমবার ভোট শুরু হওয়ার আগে থেকেই প্রতিটি বুথ ঘিরে নিরাপত্তা জোরদার করতে তৎপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।