চলতি মাসের ২১ তারিখ থেকে কোচবিহার-কলকাতা বিমান চলাচল শুরু হয়। আর এই মুহূর্তে বিজেপি কার্যালয় থেকে সেই কোচবিহার-কলকাতা বিমানের টিকিট মিলছে বলে দাবি করলেন তৃণমূলের নেতা রবীন্দ্রনাথ ঘোষ। প্রসঙ্গত, বিমান সংস্থা সূত্রে খবর, ৩ মার্চ পর্যন্ত ৯৯৯ টাকা রয়েছে টিকিটের দাম। রবীন্দ্রনাথের দাবি, ওই কয়েক দিন বিজেপি নিজেদের খুশি মতো লোকজনকে কলকাতা নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কোনও লাভ হচ্ছে না।
রবীন্দ্রনাথ বলেন, ‘কেন্দ্র সরকারের ভর্তুকিতে ৯৯৯ টাকায় বিমানে কলকাতা নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। অথচ, মানুষ টিকিট পাচ্ছেন না। সব টিকিট বিজেপি পার্টি অফিস থেকে দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীরা কলকাতা যাচ্ছেন। তাতে সাধারণ মানুষের কী লাভ হল!’ উল্লেখ্য, বিমান সংস্থা ও টিকিট বিক্রির এজেন্সির তরফে বিমান চলাচলের একদিন আগে থেকে অনলাইনে টিকিট ‘বুক’ করার কথা জানানো হয়েছিল। এই অল্প সময়ে কী করে সমস্ত টিকিট ‘বুক’ হল, প্রশ্ন উঠেছে তা নিয়েও। রবীন্দ্রনাথের দাবি, ৯৯৯ টাকার টিকিট দেওয়া হচ্ছে বিজেপির অফিস থেকে।