যোগী রাজ্যে বিধায়ক হত্যার প্রধান সাক্ষীকে বাড়ির দোরগোড়ায় খুন করল দুষ্কৃতীরা।
২০০৫ সালে খুন হয়েছিলেন বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পাল। সেই খুনের ঘটনার মূল সাক্ষী ছিলেন উমেশ পাল। শুক্রবার তিনিই খুন হয়ে গেলেন।
একাধিক সিসি ক্যামেরায় সেই হত্যার ফুটেজ ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে ক্রেটা গাড়ির পিছনের সিট থেকে নামছেন উমেশ। নামছেন তাঁর দুই দেহরক্ষীও। এমন সময় একজন এসে গুলি করে উমেশকে।
গুলি করার আগে আশপাশে কয়েকটি বোমাও চার্জ করা হয়। যাতে আতঙ্কিত হয়ে পথচলতি লোকজন ছুটোছুটি শুরু করে দিয়েছিলেন। গোটা এলাকা ঢেকে গেছিল ধোঁয়ায়। পুলিশের অনুমান, ঘাতকদের চিহ্নিত যাতে না করা যায় সেই কারণেই এই কৌশল নেওয়া হয়েছিল।
উমেশের এক দেহরক্ষী প্রায় ধরেই ফেলেছিলেন খুনিকে। কিন্তু তাঁকেও গুলি করে দুষ্কৃতীটি। দ্বিতীয় দেহরক্ষীও বুলেটবিদ্ধ হয়েছেন। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। উমেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।