২০২৩ সালে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বাড়ল ভোটারের সংখ্যা। আসন্ন পঞ্চায়েত ভোটে ভোটার এখন সংখ্যা ৫,৬৬,৮৬,১১৯ জন। ভোটার আগে ছিল ৫,০৮,৩৫০০২ জন। ভোটার বাড়ল ৫৮,৫১,১১৭ জন। শতাংশের বিচারে বলতে গেলে ২০১৮ সালের তুলনায় এবছর পঞ্চায়েত নির্বাচনে ভোটারের সংখ্যা বাড়ল ১১ শতাংশ। বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট অবশ্য এখনও নির্ধারিত হয়নি। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে সামনে রেখে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে শাসক-বিরোধী শিবির। শুরু হয়ে গিয়েছে দলের স্ট্র্যাটেজি নির্ধারণও।
কমিশন সূত্রে জানানো হয়েছে, চলতি বছর ৬৩ হাজার ২২৯টি আসনে পঞ্চায়েচ নির্বাচন হবে। শেষবার পঞ্চায়েত নির্বাচন হয়েছে ২০১৮ সালে। ভোটার সংখ্যা ছিলেন ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ২ জন। গতবারের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ৫৮ লক্ষ ৫১ হাজার ১১৭। গত বছর রাজ্যের ২০ জেলার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা প্রকাশ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। ভোটার সংখ্যা বাড়ার ফলে তিন স্তরে ২০১৮ সালের তুলনায় এবার আসনও বেড়েছে অনেকটা।
২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক মিটলেও শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পর্ব মিটলেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে ভোটের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। আগে প্রাথমিকভাবে ভোটার সংখ্যা প্রকাশ করা হল।