বিরোধীদের হয়ে কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে আলোচনা করার থেকেও এই মুহূর্তে এটা পরিষ্কার করা দরকার যে প্রধানমন্ত্রী হিসেবে কার প্রত্যাবর্তন একেবারেই কাম্য নয়। এবার ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন বছর তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। একইসঙ্গে ‘বিহারী বাবু’ সাফ জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন লোকসভা নির্বাচনের ‘গেম চেঞ্জার’।
তৃণমূল নেত্রী সম্পর্কে বলতে গিয়ে কার্যতই উচ্ছ্বসিত ছিলেন শত্রুঘ্ন। তাঁর দাবি, মমতা মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রশাসনিক ক্ষমতার প্রমাণ দিয়েছেন। লোকসভা নির্বাচনেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি মোদীকে তাঁর কটাক্ষ, ‘বোঝাই যাচ্ছে, আমার বন্ধুর ‘আচ্ছে দিন’ শেষ হয়ে গিয়েছে।’
এখানেই না থেমে বিহারী বাবুর খোঁচা, বিজেপি এখন ‘ওয়ান ম্যান শো, টু ম্যান আর্মি’। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তৃণমূলের তারকা সাংসদ বলেন, ‘বিরোধীদের এখন নিজেদের মধ্যে লড়াই বন্ধ রাখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়টা হল, প্রধানমন্ত্রী হিসেবে কার প্রত্যাবর্তন আর কাম্য নয় তা নিশ্চিত হয়ে গিয়েছে।’