কাজে গাফিলতির অভিযোগে ২ ইঞ্জিনিয়ার-সহ ৩ জনকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত দুই ইঞ্জিনিয়ার মৃদুল মণ্ডল ও প্রবীর পোল্লে। ধৃতদের বিরুদ্ধে কাজে গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
ডায়মন্ড হারবার পুরসভার এক বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করেন পাইপলাইনের জলে পোকা ও কেঁচো বের হচ্ছিল বেশ কয়েকদিন ধরে। যার জেরে ক্ষোভ তৈরি হয়েছিল এলাকার বাসিন্দাদের মধ্যে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় নজরে আসে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
সূত্রের খবর, ভাইরাল হওয়া ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের পুলিশ প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ পুরসভা থেকে এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২জন ইঞ্জিনিয়ার ও পাম্প রক্ষণাবেক্ষণর এক ঠিকাদারকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাঁদেরকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ।ঘটনাকে ঘিরে জোর আলোড়ন ছড়িয়েছে ডায়মন্ড হারবার শহর জুড়ে। ধৃতদের ডায়মন্ড হারবার মহাকুম আদালতে পেশ করা হবে।