সম্প্রতি একের পর এক ভূমিকম্পের জেরে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সিরিয়া ও তুরস্ক। তার পর পরই ভারতের একাধিক জায়গায় একের পর এক ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল, ২৩ ফেব্রুয়ারিও প্রায় সারা দিন জুড়েই ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে। এবার আতঙ্ক বাড়িয়ে মধ্যরাতে কেঁপে উঠল ইন্দোনেশিয়াও। গতকাল রাতে এবং আজ, শুক্রবার সকালে থরথর করে নড়ে ওঠে সে দেশের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩।
জানা গেছে, ইন্দোনেশিয়ার টোবেলো থেকে ১৭৭ কিলোমিটার উত্তরে, মালুকু দ্বীপপুঞ্জের হালমাহেরা দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে। সাতসকালের এই ভূমিকম্পে এখনও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। তবে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বহু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন, নিরাপদ জায়গায় যাওয়ার যাওয়ার চেষ্টা করছেন। এই দ্বীপটিতে বাস করেন কমপক্ষে ৫ লক্ষ মানুষ। সকলেই আতঙ্কে।
