তীরে গিয়ে ডুবল তরী। হল না শেষরক্ষা। বৃহস্পতিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে লড়াইয়ে সমাপ্ত হল টিম ইন্ডিয়ার অভিযান। ভারতকে ৫ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। এদিন অজিরা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া করে ৪ উইকেটে ১৭২ রান। অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি ওপেনিং স্লটে ৫২ রান জোড়েন। অ্যালিসা ব্যক্তিগত ২৫ রানে আউট হন। কিন্তু বেথ মুনি অস্ট্রেলিয়ার ইনিংস গড়েন। ৫৪ রানে ফেরেন তিনি। এরপরে অধিনায়ক মেগ ল্যানিং এবং অ্যাশলে গার্ডনার অজিদের ভাল জায়গায় পৌঁছে দেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করেন। মেগ ল্যানিং ৪৯ রানে অপরাজিত থেকে যান। গার্ডানার ৩১ রান করেন। প্রথম সারির চার ব্যাটসম্যান রান পাওয়ায় ভারতের সামনে বেশ কঠিন লক্ষ্যমাত্রা রাখে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে স্মৃতি মন্ধানা দুরন্ত ইনিংস খেলেছিলেন। এদিন তিনি মাত্র ২ রান করেন। শেফালি ভার্মার ব্যাটও এদিন নিষ্প্রভ। মাত্র ৯ রানে ডাগ আউটে ফেরেন তিনি। ইয়াস্তিকা রান আউট হন মাত্র ৪ রানে। দ্রুত তিন উইকেট হারায় ভারত। বোর্ডে তখন মাত্র ২৮ রান। এরপরে জেমাইমা রডরিগেজ ও হরমনপ্রীত কউর পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। ব্যক্তিগত ৪৩ রানে আউট হন জেমাইমা। ভারতের রান তখন ৯৭। কিন্তু ততক্ষণে গুরুত্বপূর্ণ চার-চারটি উইকেট হারিয়ে ফেলেছে ভারত। হরমনপ্রীত স্কোরকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ব্যক্তিগত ৫২ রানে রান আউট হন হরমনপ্রীত। এই অবস্থায় রিচা ঘোষের দিকেই তাকিয়ে ছিলেন ভারতের সমর্থকরা। কিন্তু ব্যর্থ হন তিনিও। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলতে সক্ষম হয় ভারত।