বিএসএফের ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের একজন মহিলা কনস্টেবলকে ধর্ষণ করার অভিযোগ দায়েরের পর কয়েক ঘন্টা কেটে গেলেও অধরাই ছিলেন তিনি। অবশেষে গ্রেফতার সীমান্তরক্ষা বাহিনীর ইন্সপেক্টর পদমর্যাদার সেই কোম্পানি কমান্ডার। বুধবার রাতে চাপড়ায় বিএসএফের সীমানগর সেক্টর হেড কোয়ার্টার থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কমান্ডারের নাম কিতাব সিং। তিনি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি বর্ডার আউট পোস্টের দায়িত্বে ছিলেন। বাড়ি হরিয়ানার ভিওয়ানিতে। ১৯ ফেব্রুয়ারি ভোরে ওই বর্ডার আউটপোস্টের ৫৪ নম্বর ব্যাটেলিয়নের এক মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে বিএসএফের পক্ষ থেকে তাঁকে সাসপেন্ড করা হয়। এক উচ্চপর্যায়ের কমিটি গঠন করে ঘটনার তদন্ত শুরু বিএসএফও।
থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। সেই প্রেক্ষিতেই এই গ্রেফতারি। কৃষ্ণনগর থানার পুলিশ বুধবার রাতেই হেডকোয়ার্টারে গিয়ে অভিযুক্ত কিতাব সিংকে জিজ্ঞাসাবাদ করে। তারপর তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ থানাতে। বৃহস্পতিবার সকালে পুলিশের একজন পদস্থ আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতা মহিলার জিরো এফ আইআরের কপি হাতে আসার পর তদন্ত শুরু করে দেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত বিএসএফের ওই ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে।