এবার সোশ্যাল মিডিয়ায় বাদানুবাদে জড়ালেন বিজেপি শাসিত কর্ণাটকের এক আইপিএস অফিসার এবং এক আইএএস অফিসার। চলল আইপিএস অফিসার তথা কর্ণাটক রাজ্য হস্তশিল্প উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ডি রূপা ও আইএএস অফিসার রোহিণী সিন্ধুরির মধ্যে প্রকাশ্যেই কাদা ছোঁড়াছুঁড়ি। শেষ পর্যন্ত তরজা থামাতে আসরে নামতে হল খোদ কর্ণাটক সরকারকে। উভয়ের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
আইপিএস অফিসার রূপার অভিযোগ, রোহিণী নিজের একটি ছবি বেশ কয়েক জন পুরুষ আইএএস অফিসারকে পাঠিয়েছিলেন। তার পিছনে বিশেষ উদ্দেশ্য ছিল। ফেসবুকে রোহিণীকে কটাক্ষ করে রূপা লেখেন, ‘এক জন মহিলা আইএএস অফিসার যদি অন্য আইএএস অফিসারকে এই ধরনের ছবি পাঠান, তা হলে তার মানে কী দাঁড়ায়?’ রূপার দাবি, রোহিণী সেলুনের ছবি এবং ঘুমানোর ছবি পাঠিয়েছিল অন্য আইএএস অফিসাদরদের। যা ‘স্বাভাবিক’ না। তিনি লেখেন, ‘যে পরিস্থিতিতে এই ছবিগুলি পাঠানো হয়েছিল, তা অন্য কথা বলে।’
যদিও রূপার দাবি উড়িয়ে দিয়েছেন রোহিণী। তাঁর সাফ কথা, বদনাম করার জন্যই রূপা এমন বলছেন। রূপার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও হুমকি দিয়েছেন রোহিণী। এইসঙ্গে জানিয়েছেন, সংবাদমাধ্যমের মনোযোগ আকর্ষণের জন্যই তাঁর বিরুদ্ধ কুৎসা করছেন রূপা। এদিকে আইপিএস ও আইএএস অফিসারের প্রকাশ্যে বিবাদে অস্বস্তিতে পড়েছে কর্ণাটক সরকার। তড়িঘড়ি কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র উভয় অফিসারের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।