ছ’মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল। বারবার আদালতে জামিনের আবেদনই সার। এখনও মেলেনি জামিন। তারই মাঝে শরীরও ভাল নেই বীরভূম জেলা তৃণমূল সভাপতির। তাই সোমবার আসানসোল সংশোধনাগার থেকে সোজা হাসপাতালে অনুব্রত। সংশোধনাগার থেকে বেরিয়ে তিনি জানান, ‘শরীর ভাল নেই’। হাসপাতালে ঢোকার মুখে বুকে ব্যথার কথাও জানান তিনি।
যদিও জেল সূত্রে খবর, এটি অনুব্রত মণ্ডলের রুটিন চেকআপ। প্রতি দু’মাস অন্তর জেলবন্দিদের হাসপাতালে চেকআপ করার নিয়ম। সেই মতো অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর আগে গত ২০ নভেম্বর অনুব্রত মণ্ডলকে হাসপাতালে আনা হয়েছিল। সেই সময়েও বুকে ব্যথা হয়েছিল তাঁর। চিকিৎসকরা সেদিন জানান, ক্রমশই ওজন কমছে অনুব্রতর। তাঁর ওজন ১০০ কেজি। অর্থাৎ আগে তুলনায় দু’মাস আগেই ওজন কমে গিয়েছিল। তবে রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক ছিল। ইসিজি রিপোর্টেও উদ্বেগের কিছু ছিল না বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা।
এমনিতেই অনুব্রত মণ্ডল বেশ অসুস্থ। মধুমেহ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাঁর। রয়েছে ফিসচুলাও। মোট ৩৭ রকমের ওষুধ খান তিনি। সে কারণেই সংশোধনাগারের মেডিক্যাল ওয়ার্ডে রাখা রয়েছে অক্সিজেনের বন্দোবস্ত। এছাড়া অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যপরীক্ষার জন্য ইসিজি মেশিন, রক্তচাপ মাপার যন্ত্রও। অনুব্রত আসায় স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশকর্মী।