বিধানসভায় যখন পাস হয়ে গেল ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’, তখন পাল্টা গোর্খাল্যান্ড নিয়ে গণভোটের দাবি তুললেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আন্দোলনের নামার হুঁশিয়ারি দিলেন বিনয় তামাং, অজয় এডওয়ার্ডরাও।
বছর ঘুরলেই লোকসভা ভোট। পাহাড়ে ফের জোরালো হচ্ছে গোর্খাল্যান্ডের দাবি? জিটিএ ত্রিপাক্ষিক চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। এমনকী, সাম্প্রতিক অতীতে বঙ্গভঙ্গের দাবি শোনা গিয়েছে একাধিক বিজেপি বিধায়ক ও নেতাদের মুখে। যদিও দলগতভাবে বিজেপি বঙ্গভঙ্গের বিপক্ষে।
এদিন বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী’ প্রস্তাব পেশ করেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের তৃণমূল বিধায়ক, শিক্ষামন্ত্রী সত্যজিৎ বর্মন। সেই প্রস্তাব পাসও হয়ে যায়। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘বিজেপি নিজেদের স্বার্থে বাংলার ভাগের কথা বলছে। বাংলাকে ভাগ হতে দেব না। দরকার হলে মৃত্যুবরণ করব’। বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ সরর হন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
এদিন বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী’ প্রস্তাব পেশ করেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের তৃণমূল বিধায়ক, শিক্ষামন্ত্রী সত্যজিৎ বর্মন। সেই প্রস্তাব পাসও হয়ে যায়। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘বিজেপি নিজেদের স্বার্থে বাংলার ভাগের কথা বলছে। বাংলাকে ভাগ হতে দেব না। দরকার হলে মৃত্যুবরণ করব’। বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ সরর হন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।