আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আইএমডি। আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার থেকে ফের তৈরি নতুন পশ্চিমী ঝঞ্ঝা৷ এর জেরে পঞ্জাবে আজ ও কাল বৃষ্টি হবে৷ এছাড়াও পশ্চিম হিমালয় অংশে আগামী ২ দিন অবধি মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আইএমডি’র ওয়েদার অ্যালার্ট অনুযায়ী পূর্বোত্তর ভারতের একাধিক জায়গায় আগামী কয়েক দিনে প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। ২১ থেকে ২৩শে ফেব্রুয়ারি এই সব রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এদিকে মঙ্গলবার ও বুধবার অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে৷ মৌসম ভবনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি বঙ্গোপসাগরের খাঁড়ি থেকে আসা দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশের কারণেই অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হবে৷ এর সঙ্গে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরেও রয়েছে হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। আগামী তিনদিনে হিমালয় পাদদেশ সংলগ্ন বাংলা, সিকিমেও এই ধরণের আবহাওয়াই দেখতে পাওয়া যাবেষ আইএমডি ওয়েদার অ্যালার্ট অনুযায়ী ২১ ও ২২ তারিখ অসম- অরুণাচলে আঁধি বইবে৷ এছাড়াও অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের আলাদা আলাদা জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে৷
এ রাজ্যে, উত্তরবঙ্গে বৃষ্টি এবং হালকা কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে মেঘমুক্ত আকাশের সম্ভাবনা। আগামী চার পাঁচ দিন রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। দিনের বেলা গরম অনুভূত হবে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা আগামী দু-তিন দিনে সামান্য বাড়বে। দখিনা বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে কিছু জেলায়। তবে সকালে ও রাতে জেলায় জেলায় মনোরম পরিবেশ আরও কয়েকদিন। কলকাতা ও সংলগ্ন জেলায় দিনে গরম ও অস্বস্তি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতায় রাতে-সকালে মনোরম আবহাওয়া। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। দিনের বেলা গরম অনুভূত হবে। রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হিমাচল প্রদেশ, পশ্চিম রাজস্থানের একাধিক জায়গা, যেমন জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্থান, মুজফরাবাদ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লী, পূর্ব রাজস্থানের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে পাওয়া গেছে৷ গুজরাতে সর্বোচ্চ তাপমাত্রা এক লাফে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই৷ ইতিমধ্যেই একাধিক জায়গায় সর্বোচ্চ ৩৫- ৩৮ ডিগ্রি সেলসিয়াসের অঙ্ক স্পর্শ করেছে তাপমাত্রার পারদ।