মোদী সরকারকে মসনদ থেকে ক্ষমতাচ্যুত করতে এবার নয়া ফর্মুলার সন্ধান দিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। আগামী ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে ১০০-র নীচে নামানোর উপায় বাতলে দিলেন তিনি। পাটনায় বামপন্থী দলের এক সভায় কংগ্রেস-সহ সমস্ত বিজেপি বিরোধী দলকে এক ছাতার তলায় আনার প্রস্তাব রাখলেন নীতিশ। তাঁর মতে, এই সংযুক্ত মোর্চাই আগামী লোকসভায় ১০০-র নীচে থামিয়ে দিতে পারে গেরুয়াশিবিরকে। এদিন নীতিশের এহেন প্রস্তাব শুনে প্রেক্ষাগৃহ ফেটে পড়ে হাততালিতে। দর্শকাসনে তখন উপস্থিত কংগ্রেসের নেতারাও। নীতিশ বলেন, ‘‘আমরা অপেক্ষা করছি, শুধু আপনারা (কংগ্রেস) দ্রুত সিদ্ধান্ত নিন। আমার পরামর্শ শুনতে চাইলে বলব, সবাই একসঙ্গে মিলে লড়লে ওরা (বিজেপি) ১০০-র নীচে আটকে যাবে। আর যদি আমার পরামর্শ না মানতে চান তা হলে যা হবে তা আপনারা বুঝুন।’’
উল্লেখ্য, নীতিশ যখন এই প্রস্তাব দিচ্ছেন তখন মঞ্চেই উপস্থিত কংগ্রেসের প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ। তার পরেই হাসতে হাসতে সলমন বলেন, ‘‘যা আপনি বলছেন, কংগ্রেসও সেটাই চায়। কখনও কখনও ভালবাসায় এই এক সমস্যা হয়ে যায়। কে প্রথমে ‘আমি তোমাকে ভালবাসি’ বলবে, তা নিয়ে!’’ তবে নীতিশ যে কংগ্রেস-সহ বিরোধীদের এক ছাতার তলায় আনার কথা বলছেন, তাতে সম্মতি রয়েছে সলমনেরও। যদিও এ নিয়ে হাইকমান্ডের মতামত এখনও অজানা। ওই মঞ্চে আমন্ত্রিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। নিজের ভাষণে বিজেপিকে একহাত নেন তিনিও। ‘‘আজ দেশের পরিবেশ, পরিস্থিতি এমন যে বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই আপনার বাড়িতে তল্লাশি অভিযান হবে, আপনার চরিত্রহনন করা হবে, আপনাকে জেলে পাঠানো হবে। অথচ, যদি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নেন তা হলেই আপনি হরিশ্চন্দ্র!’’, কটাক্ষ তেজস্বীর।