ফের সমস্যার কবলে পড়তে চলেছেন যাত্রীরা। এবার শিয়ালদহ স্টেশন চত্বরে লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য শনিবার (১৮ই জানুয়ারি) রাত ১১টা থেকে রবিবার (১৯শে জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ট্র্যাফিক ব্লক করা হবে। ফলত, শনিবার রাতে ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিক থাকলেও রবিবার শিয়ালদহ ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।
উল্লেখ্য, রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হল :
৩৩৮১৩ আপ ও ৩৩৮১৬ বনগাঁ লোকাল।
৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন হাবড়া লোকাল।
৩২২১১ আপ ও ৩২২১২ ডাউন ডানকুনি লোকাল।
পাশাপাশি যে ট্রেনগুলি ওই দিনের জন্য বাতিল করা হয়েছে সেগুলি হল :
৩১৬১৭ আপ ও ৩১৬১৪ রানাঘাট লোকাল।
৩১৩১১ আপ ও ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল।
৩১২১৩ আপ ও ৩১২১৪ ডাউন ব্যারাকপুর লোকাল।
৩১৫১৩ ও ৩১৫১৪ শান্তিপুর লোকাল।