আগামী মঙ্গলবারই সমাপ্ত হতে চলেছে রাজ্য বিধানসভা বাজেট অধিবেশন। আর সেই অধিবেশনের শেষ দিনে পাশ হতে পারে চারটি বিল। এর মধ্যে রয়েছে লোকায়ুক্তের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত একটি বিল। বাংলার লোকায়ুক্তের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত যে বিলটি পাশ হওয়ার কথা, তাতে বেশ কিছু নতুন শর্ত আরোপ করা হয়েছে। বলা হয়েছে, সাধারণ ভাবে তিন বছরের জন্য লোকায়ুক্ত নিয়োগ করা হলেও কর্মরত লোকায়ুক্তের মেয়াদও বৃদ্ধি হতে পারে। ফের মেয়াদ বৃদ্ধি করা যাবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার দু’বছরের মধ্যেও। তবে, লোকায়ুক্ত সত্তরোর্ধ্ব হলে তাঁর মেয়াদ আর বৃদ্ধি করা যাবে না।
পাশাপাশি, বাংলায় সরকারি সম্পত্তি নষ্ট রুখতে যে আইন আছে, সেই ‘মেনটেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্ট’-এ সংশোধনী আনা হচ্ছে বিধানসভায়। কিছু অসামাজিক ব্যক্তি নিজস্ব উদ্দেশ্য চরিতার্থ চরতে বা আন্দোলনের নাম করে সরকারি সম্পত্তি ভাঙচুর, লুট বা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায়। সে ক্ষেত্রে ক্ষতিপূরণ মেটাতে অপরাধীর সম্পত্তি অ্যাটাচমেন্টের উপযোগী সংশোধনী আনা হচ্ছে বলে জানানো হয়েছে তৃণমূল পরিষদীয় দলের তরফে।
প্রসঙ্গত, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের অধীন থাকা লিজের জমির মালিকানা স্বত্ব দেওয়ার বিষয়ে আগেই সম্মতি দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। সেই কারণে ১৯৫৫ সালের ভূমিসংস্কার আইনের সংশোধনী আনতে চলেছে সরকার। আগেও এই আইনে একাধিক বার সংশোধনী আনা হয়েছে। তবে জমি লিজ সংক্রান্ত আইনে স্বাধীনতার পর এ বারই প্রথম সংশোধনী আনা হচ্ছে। সরকারের তরফে দাবি করা হচ্ছে, লক্ষাধিক মানুষ ও বিভিন্ন শিল্প সংস্থা উপকৃত হবে। এই সিদ্ধান্তের ফলে এক দিকে যেমন বিনিয়োগ বৃদ্ধি পাবে, তেমনই বৃদ্ধি পাবে রাজ্য সরকারের রাজস্ব। পাশাপাশি, পাশ করা হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ল (রিপিলিং) বিল ২০২৩’।