বিপাকে দিল্লির বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। বেআইনিভাবে সরকারি জমিতে লাইব্রেরি এবং ‘জন রসুই’ অর্থাৎ লঙ্গড় তৈরির অভিযোগে বিদ্ধ গম্ভীর। তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপিরই বিধায়ক।
গম্ভীরের লোকসভা কেন্দ্রের অধীনস্থ গান্ধীনগরের বিজেপি বিধায়ক অনিল বাজপেয়ীর অভিযোগ, গম্ভীর যেভাবে সরকারি জমি ঘুরিয়ে বেসরকারি হাতে তুলে দিয়েছেন তাতে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত। গম্ভীরের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন তিনি। দলেরই বিধায়ক এই বিস্ফোরক অভিযোগ করায় গম্ভীর রীতিমতো অস্বস্তিতে।
ভারতীয় দলের প্রাক্তন তারকার বিরুদ্ধে অভিযোগ, দিল্লির কারকারডুমার কাছে তিনি যে লাইব্রেরিটি তৈরি করেছেন, সেটি সরকারি জমিতে তৈরি করা হয়েছে। ওই জমি আসলে দিল্লি পুরনিগমের। জমিটিতে সরকারি ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ ভাগাড় তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু পুরনিগমের উপর প্রভাব খাটিয়ে গম্ভীর এই জমি হাতিয়েছেন। একইভাবে তাঁর লোকসভা কেন্দ্রে গম্ভীর বেসরকারি মালিকানায় যে ৪টি লঙ্গড় অর্থাৎ জন রসুই চালান, সেগুলিও বেআইনিভাবে সরকারি জমি হাতিয়ে তৈরি করা। এবং সেই জমির মালিকানা গিয়েছে বেসরকারি হাতে। এই নিয়ে গম্ভীরের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।