বৃহস্পতিবার ছিল ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আর সেই ভোটের আগে বিধি মেনে মঙ্গলবার বিকেল চারটের সময়ে প্রচার পর্ব শেষ করে দেওয়ার কথা ছিল। কিন্তু তার পরেও সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে গিয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। এবার তা নিয়েই কড়া নোটিস ধরাল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতেই ত্রিপুরার বিজেপিকে দুটি ও কংগ্রেস-সিপিএমকে একটি করে নোটিস পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে ধারা উল্লেখ করে কারণ দর্শাতে বলা হয়েছে তিনটি পার্টিকেই। শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে জবাব তলব করেছে নির্বাচন সদন।
এই প্রথম নির্বাচন কমিশন সাইলেন্স পিরিয়ডে সোশ্যাল মিডিয়ায় প্রচার নিয়ে এত কড়া হল। অনেকের মতে, এরপর ২৭ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট আছে। ত্রিপুরার ক্ষেত্রে এই পদক্ষেপ আসলে ওই দুই রাজ্যের রাজনৈতিক দলগুলিকেও বার্তা। কমিশন ১৯৫১ সালের নির্বাচনী আইনের ১২৬ (১) (বি) ধারা উল্লেখ করে বলা হয়েছে, প্রচার শেষ হওয়ার পর ভোটারদের প্রভাবিত করা যায় না। কিন্তু টুইট করে তাই করা হয়েছে।