বাংলা থেকে কার্যত বিদায় নিয়েছে শীতের মরশুম। ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে বসন্তের প্রভাব। কাল পাতলেই শোনা যাচ্ছে কুহুতান। তার মধ্যেই তাপমাত্রার পারদ নেমেছে বেশ খানিকটা। এবার আসন্ন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবার ব্যাপক পরিবর্তন হবে আবহাওয়ায়, এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩°সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১.১° সেলসিয়াস। আর্দ্রতা ৮০%। বাতাস ১৩ কিমি/ঘন্টা। মেঘে ঢাকা ৬৫%। আগামীকাল শনিবার দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০°সেলসিয়াস। আজও তাপমাত্রায় বেশ ভালো পরিবর্তন আসবে। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৫° সেলসিয়াস। যেখানে গতকাল তাপমাত্রা ছিল ১৫.৩°সেলসিয়াস।
পাশাপাশি, আবহাওয়া দফতরের পূর্বাভাসে অনুযায়ী শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের ২ দিনে হিমালয়-সংলগ্ন বাংলায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ক্রমেই বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৫ দিনে তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। একইসাথে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি রাজ্যে। কলকাতা এবং শহরতলির আশেপাশে তাপমাত্রা বাড়ার ফলে শীতের আমেজটুকুও উধাও হয়েছে। বাকি জেলায় সকাল ও সন্ধ্যার সময় ঠাণ্ডার কাঁপুনি অনুভূত হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।