এবার সড়ক পথে সোজা উত্তরবঙ্গের সঙ্গে জুড়তে চলেছে জঙ্গলমহল। শুক্রবার বাঁকুড়ার সভা থেকে বড়সড় প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন হাইওয়ে তৈরির জন্য রাজ্য সরকার মোট ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার বাঁকুড়ার সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, দক্ষিণবঙ্গ থেকে সোজা উত্তরবঙ্গের সংযোগকারী রাস্তা তৈরি করছে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে শুরু হয়ে সড়ক জয়রামবাটি-কামারপুকুর থেকে বর্ধমানের মধ্য দিয়ে মোরগ্রাম হয়ে সোজা চলে যাবে উত্তরবঙ্গে। মমতা বলেন, এটা বাঁকুড়ার প্রাপ্তি। এদিনের সভা থেকে সব মিলিয়ে ১৫০ কোটি টাকা ব্যয়ে ৩৭টি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া-পুরুলিয়া জেলার বিস্তীর্ণ এলাকার বড় সমস্যা হল জল সংকট। সেই জলসংকট মেটাতে গঙ্গাজলবাটিতে জল প্রকল্প তৈরি হয়েছে। মমতা ঘোষণা করেছেন, ইতিমধ্যেই ৩ লক্ষ বাড়িতে জল পৌঁছে গিয়েছে। আগামী বছরের মধ্যে বাঁকুড়ার সব বাড়িতে পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জলের পাইপ।
মুখ্যমন্ত্রী এদিন দাবি করেছেন, তৃণমূল জমানার ১১ বছরে মাওবাদীদের অত্যাচার থেকে মুক্ত হয়েছে জঙ্গলমহল। তাঁর কথায়, ‘১১ বছরে মাওবাদী হানা হয় না। কোনও মাওবাদী অত্যাচার হয়নি। কাউকে ভয় পেয়ে ঘরে বসে থাকতে হয় না। এটা বাঁকুড়ার গর্ব’। মুখ্যমন্ত্রীর ইঙ্গিত, মাও অত্যাচারের অন্ধকার দিন থেকে উন্নয়নের আলো দেখছে বাঁকুড়া-সহ গোটা জঙ্গলমহল।